বন্ধুত্ব | Artist | 25526
- Artist
- 25526
Facing any issues please contact us
Facing any issues please contact us
জীবনে অনেক বন্ধু এসেছে। ছোটবেলায় পাড়ার বন্ধু। স্কুলে স্কুলের বন্ধু, কলেজে কলেজের। জীবনের এক একটা পর্যায়ে, এক একবার best friend হিসেবে এক বা একাধিক জন এসেছে। ছোটবেলায়, পাড়ার বন্ধুটাকে জড়িয়ে ধরে বলেছিলাম "তুই আমার best friend"। তারপর মঞ্চ আর সহঅভিনেতা বদলালেও dialogue টা একই থেকেছে। তবে ওই কথায় আছে না ১৮ বছরের যে বন্ধুগুলো হয় সেগুলো জীবনের সেরা বন্ধু হয়। আমার জীবনেও অনেক বন্ধু এসেছে, আসবে যাবে, তবে কিছু জনের কথা কখনও ভুলবোনা। ভুলতে চাইও না। এদের স্মৃতি সারাজীবন বইয়ের খোলা পাতায় bookmark হিসেবে থাক।
তবে আমার জীবনের special কিছু জনের মধ্যেও specialist আছে কয়েকজন। যাদের কথা মরে গেলেও ভোলা যায়না। তারা সত্যিই বন্ধু।
তাই আজকের দিনে আমার সব বন্ধুদের জন্য দু-লাইন লিখতে চায়:-
স্মৃতি থেকে যাক, ক্লাস bunk করার,
স্মৃতি থেকে যাক, লাস্ট বেঞ্চটার,
স্মৃতি থাকুক, জলে ভেজা চক, ভাঙ্গা স্লেটের,
স্মৃতি থাকুক, গ্রাফিক্স কামাই করা শর্ট ক্রিকেটের।
স্মৃতি থাকুক, ২ ঘন্টার ফোনে করা ইন্টিগ্রেশন,
স্মৃতি থাকুক, physics ক্লাসে chess এর session।
স্মৃতি থাকুক, সবজি বাজারের হিঙ্গের কচুরি,
স্মৃতি থাকুক, লাস্ট বেঞ্চের গল্পঃ ভুরি ভুরি।
স্মৃতি থাকুক, হাতে পায়ে ধরে sheet করাবার,
স্মৃতি থাকুক, স্মৃতি জমুক, স্মৃতি শুনুক,
শব্দ……
বন্ধুত্বের 🔋 এর চার্জে,
জীবন 🕛 বারোটার ঘণ্টা বাজার।।
✒️ঋত্বিক